Latest News:2013
@ Java Object Orinted Programming Running @
Information Syestem for all: April 2012

Find me facebook

Thursday, April 19, 2012

Default every thing about alertpay

it`s way of payment like pay pal

country not approved by pay pal approved by alert pay
if you want to deposit that according to your country
as free u can use money order or check or for 20$ u use bank wire for deposit
for withdrawal
bank wire cost 20$
check cost 4$ to 20$
For Open an alert pay account please click this link https://www.alertpay.com/?lDvCgn8%2bouLxnigHpDHblw%3d%3d

Tuesday, April 17, 2012

কম্পিউটার রিস্টার্ট হওয়ার কিছু কারণসমূহ




অনেক সময় দেখা যায় শখের কম্পিউটারটি অদ্ভুত আচরণ করে। কিছুক্ষণ চলার পর রিস্টার্ট হয় কিংবা অপারেটিং সিস্টেম চালুর ঠিক পূর্বে কম্পিউটার রিস্টার্ট হয়। তখন নিজের কাছেই খুব বিরক্তি লাগে।
চলুন দেখা যাক কি কি কারণে কম্পিউটার রিস্টার্ট হয়:
  • অতিরিক্ত তাপমাত্রার কারণে: কম্পিউটারের অভ্যনতরীণ অতিরিক্ত তাপমাত্রা কম্পিউটার রিস্টার্টের একটি অন্যতম প্রধান কারণ। এতে প্রসেসর তাপমাত্রা অপসারণ করতে পারে না। প্রসেসর একটা নির্দিষ্ট তাপমাত্রার পর তার স্বাভাবিক কার্যক্ষমতা বন্ধ করে দেয়। ফলে কম্পিউটার রিস্টার্ট হয়। তাই কম্পিউটারের আশেপাশে পর্যাপ্ত খোলা জায়গা রাখুন, যাতে গরম হাওয়া বের হয়ে যেতে পারে।
  •  ্যামের কারণে : ্যামের কারণেও কম্পিউটার রিস্টার্ট করতে পারে। ধরুন আপনা যে ্যাম কম্পিউটারে লাগিয়েছেন তা আপনার মাদারবোর্ড সাপোর্ট করেনা, স্পীড ম্যাচ হচ্ছেনা কিংবা ্যামের চিপ নষ্ট থাকতে পারে। এসব কারণে কম্পিউটার রিস্টার্ট হতে পারে। অনেক সময় বেশি ্যাম লাগালেও সমস্যা হয়।
  • হার্ডডিস্কের কারণে: এটা একটা কমন সমস্যা। হার্ডডিস্কে ব্যাড সেক্টর পড়লে এবং সেখান থেকে ডাটা রিড করার চেষ্টা করলে কম্পিউটার রিস্টার্ট কিংবা হ্যাং হয়ে যেতে পারে। এই সমস্যা সমধানের জন্য স্ক্যানডিস্ক দিয়ে স্ক্যান করে ব্যাড সেক্টর ফিক্স করা যায়। তাতেও কাজ না হলে হার্ডডিস্ক পরিবর্তন করা যেতে পারে। হার্ড ডিস্ক অতিরিক্ত গরম হয়ে গেলেও কম্পিউটার রিস্টার্ট হতে পারে। অনেক সময় হার্ডডিস্কে এরর থাকে এটিও রিস্টার্টের একটা কারণ আপনি ড্রাইভের ইপর রাইট ক্লিক করে এরর চেক করতে পারেন অপারেটিং সিস্টেম দিয়ে।
  • ইউ এস বি ডিভাইসের কারণে : অনেক সময় ইউ এস বি ডিভাইস কম্পিউটারে যুক্ত করলে কম্পিউটার রিস্টার্ট হয়। তবে বেশীরভাগ সময় এই কাজ করার আগে অপারেটিং সিস্টেম আপনার কাছে অনুমতি চাইবে। তবে আপনার ডিভাইসটি সমস্যাযুক্ত হলে কম্পিউটার বারবার রিস্টার্ট হবে।
  • অপারেটিং সিস্টেমের কারণে: অনেক সময় বিভিন্ন কারণে অপারেটিং সিস্টেম ক্র্যাশ করে ফলে অপারেটিং সিস্টেম চালু হতে পারে না এবং পুন:রায় নতুন করে চালু হওয়ার চেষ্টা করে। তাছাড়া কোন জটিল সমস্যা হলেও অপারেটিং সিস্টেম রিস্টার্ট হতে পারে। এটা অপারেটিং সিস্টেম ডিফল্ট দেয়া থাকে। আপনি চাইলে এটা বন্ধ করতে পারেন। এজন্য আপনাকে যা করতে হবে: মাই কম্পিউটারের উপর রাইট ক্লিক করে Advanced tab আসুন, এখানে Startup and Recovery এর নিচে Settings ক্লিক করুন। এখানে System Failure এর অধীনে Automatically Restart option টি আনচেক করুন।  
  • হার্ডওয়্যারের কারণে: বিভিন্ন হার্ডওয়্যার সঠিকভাবে কানেক্টেড না থাকলে বা লুস কানেক্টেড থাকলে কিংবা সমস্যাযুক্ত থাকলে কম্পিউটার রিস্টার্ট হতে পারে। হার্ডওয়্যার এসেম্বল করার সময় ভালভাবে চেক করে নেয়া ভাল।
  • সফটওয়্যার গেইমসের কারণে: অনেক সময় বিভিন্ন সফটওয়্যার গেইমস ইন্সস্টল করার ফলে কম্পিউটার অদ্ভুত আচরণ করে কিংবা বারবার রিস্টার্ট হয়। তাই এই ধরনের সফটওয়্যার গেইমস ইন্সস্টল করা থেকে বিরত থাকুন। ইন্সস্টল করার পর যদি সমস্যা দেখা দেয় তাহলে দ্রুত আনইন্সস্টল করুন।
  • ভাইরাসের কারণে: বিভিন্ন ভাইরাস কম্পিউটার রিস্টার্ট এর জন্য দায়ী। তাই ভাল একটা এন্টিভাইরাস ব্যবহার করুন, এটিকে নিয়মিত হালনাগাদ করুন। আর শিডিউল করে আপনার পিসি নিয়মিত স্ক্যান করুন