Latest News:2013
@ Java Object Orinted Programming Running @
Information Syestem for all: May 2013

Find me facebook

Wednesday, May 29, 2013

কমপিউটার টিপস : উইন্ডোজ কমপিউটারের জন্য কিছু শর্টকাট কীবোর্ড কমান্ড

Ctrl বাটনকে চেপে রেখে উল্লেখিত কী চাপ দিয়ে নিম্নোক্ত কাজগুলো সহজে করা যায়:
FILE
Ctrl + S = Save
Ctrl + N = New Document
Ctrl + O = Open Existing Document
Ctrl + P = Print
Ctrl + W = Close

PARAGRAPH ALIGNMENT
Ctrl + L = Left Aligned
Ctrl + R = Right Aligned
Ctrl + E = Center Aligned
Ctrl + J = Justified

LINE SPACING
Ctrl + 1 = Single Line Spacing
Ctrl + 2 = Double Line Spacing
Ctrl + 5 = 1½ Line Spacing

Font Styles (with text selected)
Ctrl + B = Bold
Ctrl + I = Italic
Ctrl + U = Underlined.

Page Scrolling
Ctrl + Home = Top of Document
Ctrl + End = Bottom of Document
Ctrl + Page Up = Top of Page
Ctrl + Page Down = Bottom of Page

EDIT
Ctrl + A = Select All
Ctrl + X = Cut
Ctrl + C = Copy
Ctrl + V = Paste
Ctrl + F = Find
Ctrl + H = Find & Replace
Ctrl + Z = Undo Ctrl + Y = Redo

Like  Facebook

Thursday, May 23, 2013

চলুন আমরা আমাদের কম্পিউটারের মাদারবোর্ড ড্রাইভার কিভাবে আপডেট করতে হয় তা জেনে নিই।

চলুন আমরা আমাদের কম্পিউটারের মাদারবোর্ড ড্রাইভার কিভাবে আপডেট করতে হয় তা জেনে নিই। আপডেট কেন করবো এটাও জানা থাকা দরকার। সাধারনত আমরা কম্পিউটার কেনার পর  মাদারবোর্ডের সাথে যে সিডি পাই তা দিয়ে আজীবন চলে যায়। অন্যদিকে মাদারবোর্ড কোম্পানী কিন্তু আপনার আমার জন্যে ঠিকই আপডেট প্রতিনিয়ত বের করছেন আর তা আমরা জানিনা। আমরা যদি সবসময় মাদারবোর্ড ড্রাইভার আপডেট করি তাহলে এর ফলাফল স্বরূপ নতুন নতুন যত সফটওয়্যার বা পুরাতন যত সফটওয়্যারের নতুন ভার্সন বাজারে আসে সবগুলোই পিসিতে কাজ করবে কোন ত্রুটি ছাড়াই।
তাই আমাদের মাদারবোর্ড ড্রাইভার আপডেট করে নেয়া উচিত। উইন্ডোজ এক্স পি বা অন্যান্য অপারেটিং সিস্টেমে মাদারবোর্ডের সিডি প্রয়োজন হলেও উইন্ডোজ সেভেন বা ভিসতা তে মাদারবোর্ডের সিডি প্রয়োজন হয় না তাই বলে এটা ভাববেন না যে সেভেন বা ভিসতার আপডেট বের হয়না। সেভেন এবং ভিসতা সহ অন্যান্য যে সকল অপারেটিং সিস্টেম রয়েছে, সবগুলোরই আপডেট প্রত্যেক কোম্পানীই বের করে থাকে। আসলে আপনার কাছে আপডেট করাটা ঝামেলা মনে হতে পারে। তাই আমি এমন একটি সফট্ওয়্যারের কথা বলবো যা দিয়ে আপনার পিসি বা যে কোন পিসির মাদারবোর্ডের ড্রাইভার সে নিজ থেকে খুজে বের করে দিবে।যার নাম Driver genius professional.
key features of driver genius Professional 
Drivers of Backup
Drivers Restore
Drivers Update
Drivers Uninstall
LiveUpdate
58437502 Driver genius professional  V12.0.0.1306 of Final+Crack
12083420 Driver genius professional  V12.0.0.1306 of Final+Crack
25850033 Driver genius professional  V12.0.0.1306 of Final+Crack
আশা করি সবাই উপকৃত হবেন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Download system: first

 

Second:


Sunday, May 19, 2013

আপনার কম্পিউটার হার্ডডিক্সকে ব্যবহার করুন ভার্চূয়াল র‍্যাম হিসেবে |উইন্ডোজ ৭ ও এক্সপি |

আমি আপনাদের মাঝে আসেছি টিপস এন্ড ট্রিকস নিয়ে । এবং আশা করি আজকের পর থেকে আমি আপনাদের মাঝে নিয়মিত সম্পূর্ণ নতুনদের জন্য বিভিন্ন টিপস এবং ট্রিকস নিয়ে হাজির হতে পারব । পোস্টের যদি কোন রূপ ভুল হয়ে থাকে তাহলে আমাকে ধরিয়ে দিবেন আশা রাখি 
আসুন তাহলে পোস্ট শুরু করা যাকঃ 
Komponen Sebuah Hardisk আপনার কম্পিউটার হার্ডডিক্সকে ব্যবহার করুন ভার্চূয়াল র‍্যাম হিসেবে |উইন্ডোজ ৭ ও এক্সপি

আমি আজ যে বিষয় নিয়ে পোস্ট করছি সেটি সম্পর্কে হয়ত অনেকেই জানেন ? আমার আজকের পোস্ট শুধুমাত্র যারা  জানেন না তাদের জন্য । আজ আমি আপনাদের দেখাব কি করে কি করে হার্ডডিস্কের ফ্রি স্পেসকে আমরা র‍্যাম হিসেবে ব্যবহার করতে পারি ! আমাদের অনেকেই স্বল্প র‍্যামের জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয় । আমাদের এই সমস্যা সমূহের সমাধানের জন্য আজ আমার এই টিউন । তাহলে আসুন শুরু করা যাকঃ
প্রথমেই WINDOWS বাঁটনে  এ ক্লিক করুন । CONTROL PANEL চলে যান
XPStartMenu আপনার কম্পিউটার হার্ডডিক্সকে ব্যবহার করুন ভার্চূয়াল র‍্যাম হিসেবে |উইন্ডোজ ৭ ও এক্সপি
এখন SYSTEM & SECURITY তে ক্লিক করে চলে যান পরেন অপশনে
540px How to Disable System Restore in Windows 7 002 আপনার কম্পিউটার হার্ডডিক্সকে ব্যবহার করুন ভার্চূয়াল র‍্যাম হিসেবে |উইন্ডোজ ৭ ও এক্সপি

পরের অপশন SYSTEM এ ক্লিক করুন  । পরের অপশন icon razz আপনার কম্পিউটার হার্ডডিক্সকে ব্যবহার করুন ভার্চূয়াল র‍্যাম হিসেবে |উইন্ডোজ ৭ ও এক্সপি
120 500x276 আপনার কম্পিউটার হার্ডডিক্সকে ব্যবহার করুন ভার্চূয়াল র‍্যাম হিসেবে |উইন্ডোজ ৭ ও এক্সপি

এখন চলে আসেছি ADVANCED SYSTEM SETTINGS এ , যেহেতু চলেই আসেছি তাহলে ক্লিক করে দেখে ফেলি পরের অপশন কি ?
System window Windows 7 আপনার কম্পিউটার হার্ডডিক্সকে ব্যবহার করুন ভার্চূয়াল র‍্যাম হিসেবে |উইন্ডোজ ৭ ও এক্সপি
এখন আমরা চলে আসেছি SYSTEM PROPERTIES এ । এখন আমাদের  ADVANCE  এর SETTINGS অপশনটিতে  ক্লীক করতে হবে
Advanced Tab and Settings Button আপনার কম্পিউটার হার্ডডিক্সকে ব্যবহার করুন ভার্চূয়াল র‍্যাম হিসেবে |উইন্ডোজ ৭ ও এক্সপি
এখন আমরা অবস্থান করছি PERFORMANCE OPTION এখন আমাদের CHANGE লেখাটিতে ক্লিক করলেই চলে যাব আমরা পরের ধাপে
4 আপনার কম্পিউটার হার্ডডিক্সকে ব্যবহার করুন ভার্চূয়াল র‍্যাম হিসেবে |উইন্ডোজ ৭ ও এক্সপি
খানে আমাদের চারটি সিরিয়ালে কাজ সারতে হবে । চারটি অপশন গুলো হচ্ছেঃ
১… ১নং অপশনে একটি টিক চিহ্ন থাকতে তাঁহা  উঠিয়ে দিতে হবে
২…CUSTOM SIZE বাঁটন টিতে ক্লিক করে সিলেক্ট করতে হবে
৩…   আপনাকে SIZE  নির্ধারণ করে দিতে হবে । দেখুন এখানে সর্বোচ্চ সাইজ বলে দেয়া আছে । এর থেকে আবার বেশি দিতে পারবেন  না কিন্তু
৪… OK বাঁটনে ক্লিক করতে হবে ।
increase virtual memory 4 আপনার কম্পিউটার হার্ডডিক্সকে ব্যবহার করুন ভার্চূয়াল র‍্যাম হিসেবে |উইন্ডোজ ৭ ও এক্সপি
আপনার কাজ শেষ ।
facebook এ এরকম post পেতে like this page FaceBook

আপনার কম্পিউটার হার্ডডিক্সকে ব্যবহার করুন ভার্চূয়াল র‍্যাম হিসেবে ২য় পদ্ধতিঃ


এখন আপনাদের দেখাব একই কাজ কি করে আরও সহজ ভাবে করা যায় । সেটিঃ
প্রথমেই MY COMPUTER এর  উপর রাইট বাঁটন ক্লিক করে  MY COMPUTER এর PROPERTIES এ প্রবেশ করুন ।
MyComputerPropertiesXP আপনার কম্পিউটার হার্ডডিক্সকে ব্যবহার করুন ভার্চূয়াল র‍্যাম হিসেবে |উইন্ডোজ ৭ ও এক্সপি
এখন দেখুন পাশে  ADVANCED SYSTEM SETTINGS আছে ব্যাস এইবার বাকি নির্দেশনা উপরের মত মেনে নিলেই হবে icon biggrin আপনার কম্পিউটার হার্ডডিক্সকে ব্যবহার করুন ভার্চূয়াল র‍্যাম হিসেবে |উইন্ডোজ ৭ ও এক্সপি icon biggrin আপনার কম্পিউটার হার্ডডিক্সকে ব্যবহার করুন ভার্চূয়াল র‍্যাম হিসেবে |উইন্ডোজ ৭ ও এক্সপি icon razz আপনার কম্পিউটার হার্ডডিক্সকে ব্যবহার করুন ভার্চূয়াল র‍্যাম হিসেবে |উইন্ডোজ ৭ ও এক্সপি
System window Windows 7 আপনার কম্পিউটার হার্ডডিক্সকে ব্যবহার করুন ভার্চূয়াল র‍্যাম হিসেবে |উইন্ডোজ ৭ ও এক্সপি

আপনার কম্পিউটার হার্ডডিক্সকে ব্যবহার করুন ভার্চূয়াল র‍্যাম হিসেবে ৩য় পদ্ধতিঃ


প্রথমেই MY COMPUTER এর  উপর রাইট বাঁটন ক্লিক করে  MY COMPUTER এর PROPERTIES এ প্রবেশ করুন ।
MyComputerPropertiesXP আপনার কম্পিউটার হার্ডডিক্সকে ব্যবহার করুন ভার্চূয়াল র‍্যাম হিসেবে |উইন্ডোজ ৭ ও এক্সপি
এই বার এক বা দুই নাম্বারের যে কোন একটি তে ক্লিক করুন
124 500x258 আপনার কম্পিউটার হার্ডডিক্সকে ব্যবহার করুন ভার্চূয়াল র‍্যাম হিসেবে |উইন্ডোজ ৭ ও এক্সপি
কি চলে আসলেন SYSTEM PROPERTIES এ । এখন আমাদের  ADVANCE  এর SETTINGS অপশনটিতে  ক্লীক করতে হবে  ।
বাকিটুকু কিন্তু আমি আপনাদের উপরে ইমেজ দ্বারা খুব সুন্দর ভাবে বলে  দিয়েছি ।
Advanced Tab and Settings Button আপনার কম্পিউটার হার্ডডিক্সকে ব্যবহার করুন ভার্চূয়াল র‍্যাম হিসেবে |উইন্ডোজ ৭ ও এক্সপি
আজ আপনাদের সাথে আর থাকতে পারছি না কারণ টিউন শেষ । আশা করি প্রত্যেকে কমেন্ট করবেন । যদি খারাপও হয় অনুগ্রহ করে কমেন্ট করে বলবেন । 
 আশা করি ভালো থাকবেন 
facebook এ এরকম post পেতে like this page FaceBook
আল্লাহ্‌ হাফেজ
facebook এ এরকম post পেতে like this page FaceBook 

Thursday, May 16, 2013

নিয়ে নিন Mozilla Firefox 22(একদম latest)

আসসালামু আলাইকুম,

আশা করি ভাল আছেন । অনেক দিন পর সফটওয়্যার এর আপডেট নিয়ে একটা টিউন করলাম ।আজকে আমি আপনাদের সামনে মজিলা ফায়ারফক্স এর একদম তরতাজা ভার্সন নিয়ে এলাম । এটা ভার্সন ২২ beta ১ । আর বকবক করে লাভ নাই। আমি ডাউনলোড করলাম , আপনারাও ডাউনলোড করে নিন ।
1357906579_ifks40umawrc7nu

পোস্টঃ  Mozilla Firefox 22 beta 1 ।। 21.40MB ।।

মজিলা ফায়ারফক্স সম্পর্কে তেমন কিছু বলার নেই । কারন এটা সবারই মোটামুটি জানা আছে । এটা বিশ্বব্যাপী জনপ্রিয় একটা ব্রাউজার । দুর্দান্ত গতিই আকে এতদূর দিয়ে এসেছে । আগের ভার্সন এর তুলনায় আপডেট ভার্সন এ অবসসই আরও কিছু অ্যাড করা আছে ।আশা করি গতিও আগের চেয়ে বেশি হবে । তাও কিছু টেকনিক্যাল ইনফর্মেশন দিলাম ।

শিরোনামঃ  Firefox 22.0 Beta 1
ফাইল এর নামঃ Firefox Setup 22.0b1.exe
ফাইল এর আকৃতি 21.40MB (22,439,520 bytes)/
যা যা প্রয়োজনঃ Windows 2000 / XP / Vista / Windows7 / XP64 / Vista64 / Windows7 64 / Windows8 / Windows8 64
ভাসাঃ en-US
স্বত্বাধিকারী Open Source
সংযোগিত তারিখঃ May 15, 2013
মালিক: Mozilla Organization

Screen shots:

2185__Firefox6_2
2186__Firefox6_3
firefox-4-beta-1-banner
Firefox4
__________________________________________________________________
তাহলে ঝটপট ডাউনলোড করে ফেলুনঃ
ডাউনলোড লিঙ্কঃ http://www.mediafire.com/download.php?463v472liy7on4d
_______________________________________________________
আশা করি পোস্ট টা আপনার কাজে আসবে । কোন প্রকার ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা করে দিবেন । ভাল হোক আর খারাপ হোক অবসসই কমেন্ট করে জানাবেন ।
আমার fb page এ আমন্ত্রন রইলঃ http://www.facebook.com/moinempty
*****ভাল থাকুন,সুস্থ থাকুন*****

পিএইচপি স্ক্রীপ্টের সাহায্যে বিভিন্ন সার্ভারে ফাইল অটোমেটিক ডাউনলোড এবং আপলোড করুন

দুইদিন ধরে ৩০০ মেগাবাইটের একটা ফাইল ডাউনলোডের চেষ্টা করছিলাম ফাইল শেয়ারিং এর সাইট থেকে। ফ্রী একাউন্ট থেকে যেহেতু ডাউনলোডে রিজিউম সাপোর্ট পাচ্ছিলাম না, সাথে  ডাউনলোড স্পীডও কম। ফলে ফাইল বেশখানিক ডাউনলোডের পর এরর হয়ে যাচ্ছিল। তাই এমন একটি স্ক্রীপ্ট বের করার চেষ্টা করেছি যার সাহায্যে নিজের সার্ভারে ফাইলটি ডাউনলোড করে নিয়েছি এবং রিজিউম সাপোর্ট সহ ডাউনলোড করছি।



এছাড়া অনেক সময় আমাদের এমন কোন সাইট বানানো প্রয়োজন হয় যেখানে ভিজিটর বিভিন্ন ধরনের লেটেস্ট কনটেন্ট ডাউনলোড করতে পারবে। বাংলাদেশের নেট স্পিডে এসব কনটেন্ট ডাউনলোড করা খুবই সময় সাপেক্ষ। তাই আমরা পিএইচপি স্ক্রীপ্টের সাহায্য নেই যাতে অন্য কোন সার্ভার থেকে ফাইল অটোমেটিক ডাউনলোড করে নিতে পারেন। শুধু তাই নয় এর সাহায্যে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড, ১৭৯ টি ফাইল শেয়ারিং সার্ভার থেকে ডাউনলোড এবং আপলোডের কাজ করে নিতে পারেন।

কাজটি করার জন্য আমি রেপিড লিচ স্ক্রীপ্ট ব্যবহার করব। এটি ওপেনসোর্স। তাই আপনি গুগলকোড থেকে স্ক্রীপ্টটি ডাউনলোড করে নিতে পারেন। আপনার সার্ভারের Cpanel-file manager এ একটা ফোল্ডার খুজে জিপ করা ফাইলটি এক্সার্ক্ট করুন। এই স্ক্রীপ্টের জন্য কোন ডাটাবেজ তৈরি করা লাগে না।


এবার url এ পিং করুন...এখন স্ক্রীপ্টটি সেটাপ করতে হবে।


এটি সেটাপ করা খুবই সহজ আপনি পড়লেই বুঝতে পারবেন। তবে এই স্ক্রীপ্টটি যদি আপনার ব্যাক্তিগত কাজের জন্য করতে চান তাহলে এখানে Authorization Mode এ ইউজার ও পাসওয়ার্ড সেট করে নিতে পারেন। তাহলে আপনি ব্যাতিত কেউ ফাইল আপলোড করতে পারবে না। সব কিছু সেট করে save configuration এ ক্লিক দিন।


আপনি যে ফাইলটি ডাউনলোড করতে চান তার ডাইরেক্ট লিঙ্ক link to transload এ পেস্ট করে Transload file এ ক্লিক দিন। খুব তাড়াতাড়ি আপনার সার্ভারের files ডাইরেক্টোরিতে আপলোড হয়ে যাবে। ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে চাইলেও আপনি লিঙ্কটি পেস্ট করে বিভিন্ন ফিচারে ডাউনলোডের সুবিধা পাবেন।

আবার আপনার যদি রেপিড শেয়ার বা আরো অন্যান্য আপলোডিং হোস্টিং সার্ভারে প্রিমিয়াম একাউন্ট থাকে তাহলে ডাউনলোড লিঙ্কটি পেস্ট করুন এবং user & pass এ ক্লিক দিয়ে প্রিমিয়াম হোস্টিং এর তথ্যগুলো দিন। তারপর Transload file এ ক্লিক দিন। কোন সময় ডাউনলোডে কোন সমস্যা হলে disable all plug in এ ক্লিক দিয়ে ডাউনলোড করবেন।

দেখুন একটি ফাইল ডাউনলোড হওয়ার পর আপনার সার্ভারে আপলোডের পর আরো কি কি সুবিধা পাচ্ছেন।



ধরুন আপনার ফাইল শেয়ারিং হোস্টিং সার্ভার থেকে বড় ধরনের কোন ফাইল ডাউনলোড বা আপলোড প্রয়োজন হল। তাহলে auto transload বা auto upload এ ক্লিক দিয়ে ডাউনলোড লিঙ্কটি পেস্ট করুন। ক্যাপচা চাইতে পারে। ক্যাপচা বসিয়ে আপনার সার্ভারে ফাইলটি ডাউনলোড করুন। এবার রিজিউম সাপোর্ট সহ আপনার সার্ভার থেকে ফাইলটি ডাউনলোড করুন। এক্ষেত্রে অবশ্য আপনার হোস্টিং সার্ভারের ব্যান্ডউইথ এবং ফাইল স্টোরেজ ক্ষমতা বেশি থাকলেই সুবিধা।

এতে আরো অনেক ফিচার রয়েছে। কোন ফিচার না বুঝলে কমেন্ট করে জানাবেন। শুভ রাত্রি।

Wednesday, May 15, 2013

Bangladesh cyclone center in the district have aggressively to get everyone in and let you know soon/আপনি জানেন কি আপনার এলাকায় কোথায় সাইক্লোন সেন্টার আছে,না জানলে জেনে নিন

আপনি জানেন কি আপনার এলাকায় কোথায় সাইক্লোন সেন্টার আছে,না জানলে জেনে নিন।এই লিংকে গিয়ে please see this link লেখা জায়গায় ক্লিক করে আপনার জেলা থানা দিয়ে দেখে নিতে পারেন আপনার জেলায় কোথায় কতটি সাইক্লোন সেন্টার আছে আর সবাই কে শেয়ার করে জানার সুযোগ করে দিন ।আগে কোথাও থেকে থাকলে বা জেনে থাকলে অন্যকে জানটে দিন।

Bangladesh cyclone center in the district have aggressively to get everyone in and let you know soon

Bangladesh cyclone center in the district aggressively to get there early to let you know the old saying, you know the name of the file you will receive
please see this link