আসলো ফিরে বিজয়ের মাস
পালন করবো সবাই
শহীদদের স্মরণে আমরা
গভীর শ্রদ্ধা জানাই।
তোমাদের দানে পেলাম আমরা
স্বাধীন একটি দেশ
তারি মাঝে থেকে আমরা
করছি নানা রেশ।
দোয়া করি আমরা সবাই
থাকো তোমরা সুখে
পারি যেন করতে রক্ষা
সোনার এই দেশকে।
সবাই সুখে থাকবো মোরা
দু:খ কারো নাই
বিজয় মোরা রাখবো ধরে
এই কামোনা ভাই।
নতুন দিনের আলো নিয়ে
গাইবো নতুন সুর
প্রাণের সাথে প্রাণ মিলিয়ে
যাবো অনেক দূর।
No comments:
Post a Comment